Tuesday, April 7, 2015

১০+ ফটোশপ প্লাগইন্স যা না হলে আপনার ফটোশপ কখনোই পরিপূর্ণ নয়।সাথে থাকছে প্রো শো প্রডিউসার ৬ ।



সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কারন দেশের রাজনীতিতে  যখন শীতল হাওয়া বয়  তখন সবাই ভালো না থেকে পারে না।সবাই ভালো থাকুন ।অনেক অনেক ভালো থাকুন।আজ যারা ফটোশপ প্রেমী তাদের জন্য কিছু প্লাগইন্স শেয়ার করবো।যারা ফটোশপের কাজ করেন তারা ভালো করেই জানেন প্রতিটি প্লাগইন্স তাদের জন্য কতটা মূল্যবান।এক্ষেত্রে বলতে চাই আমি আজ নামে ১০+ প্লাগইন্স শেয়ার করলেও মূলত প্লাগন্সের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশী থাকছে।কারন topaz কিংবা nik প্লাগইন্সের বান্ডিলেই পাবেন অনেক অনেক প্লাগইন্স যা ১০+ এর সংখ্যাকে অনেক অনেক বাড়িয়ে দেয়।আমি আরো বলতে চাই যেহেতু সংখ্যার দিক দিয়ে অনেক প্লাগইন্স সেহেতু সময় সংরক্ষনের জন্য অতিরিক্ত কোন ছবি কিংবা ফুলবার্সন করার পদ্ধতি কিভাবে করবেন তার বিস্তারীত বর্ননায় যাবো না।কোন কোন প্লাগইন্সের সঙ্গে (ক্র্যা)ক ফাইল কিংবা (সি)রিয়াল দেয়া আছে।আপনারা দয়া করে প্রতিটি প্লাগইন্স ইন্সটলের সময় কোথায় ইন্সটল হচ্ছে সেটা দেখে নিবেন।তাহলে করতে সুবিধা হবে।নীচের একটি ছবিতে পরিষ্কার করে কথাটা বুঝিয়ে দিচ্ছি।
তো উপরের ছবিতে ইন্সটলের সময় আমাকে দেখিয়ে দিচ্ছে এর মূল ফাইলগুলি কোথায় থাকবে।আপনি যদি (ক্র্যা)ক করেন সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে আগেই যদি জানা থাকে।আর কথা নয় এবার একের পর এক প্লাগইন্সগুলো শেয়ার করছি।যার যেটা মনে চায় ডাউনলোডান।এখানে বলে রাখা ভালো অতীতে এসব প্লাগইন্স থেকে ২/১টি শেয়ার করে থাকলেও থাকতে পারি।খুঁজে দেখতে ইচ্ছে করেনি।

Portrait Professional Studio 10.9.5 (preactivated)

যদিও এর ১১ ভার্সনটা বের হয়েছে কিন্তু আমি জানলাম এইমাত্র তাই কোন কিছুই পরিপর্তন ছাড়া এটাই শেয়ার করলাম।প্লাগইন্সটি সম্পর্কে জানতেএখানে ক্লিক করুন।যারা আগ্রহী তারা নিশ্চিন্তে নামিয়ে নিতে পারেন ৪৭ মেগাবাইটের এই প্লাগইন্সটি ইউজারস ক্লাউড থেকে নীচের ফটো লিঙ্ক থেকে।

ডাউনলোড
এটি প্রিএকটিভেট তাই জাষ্ট ইন্সটল করুন ।আর কিছু করতে হবে না।

Stepok Light Developer 7.85

ফটোশপের কাজ করেন তাদের জন্য একটি আদর্শ প্লাগইন্স হতে পারে।বিস্তারীত তথ্য জানতে এখানে ক্লিক করুন। মাত্র ৪ মেগাবাইটের এই প্লাগইন্সটি কারো অপছন্দ হবার কথা নয় আর তাই সময় নষ্ট না করে এক ক্লিকেই নামিয়ে ফেলুন নীচের ফটো লিঙ্ক থেকে।

ডাউনলোড
ডাউনলোড হয়ে থাকলে ইন্সটল করুন।সঙ্গে (সি)রিয়াল দেয়া আছে তা দিয়ে ফুল ভার্সন করুন।

Stepok Recomposit Pro 5.35

বিস্তারীত তথ্য এবং ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।্মাত্র ৫ মেগাবাইটের এই প্লাগইন্সটি নামিয়ে নীতে আপনি ক্লিক করতে পারেন নীচের ফটো লিঙ্কে।

ডাউনলোড
ইন্সটল করুন।সঙ্গে (সি)রিয়াল দেয়া আছে তা দিয়ে চোখ বন্ধ করে ফুল ভার্সন করুন।

HDRsoft Photomatix Pro 5.0.5a

শিল্পীর হাতেই পৃথিবী সুন্দর হয়ে ফুটে উঠে।এই প্লাগইন্সটি সম্পর্কে বিস্তারীত জানতে,গ্যালারী দেখতে এবং ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।গ্যালারী দেখলে আপনাদের যে ভালো লাগবে সে কথা আমি নিশ্চিত করেই বলে দিচ্ছি।সুন্দর কিছু সৃষ্টি হবে আপনার হাতেও সে বিশ্বাসেই শেয়ার।মাত্র ২৩ মেগাবাইটের প্লাগইন্সটি নামিয়ে নিতে ক্লিক করুন নীচের ফটো লিঙ্কে।

ডাউনলোড
নোটপ্যাডে (সি)রিয়াল দেয়া আছে তা দিয়ে ফুল ভার্সন করে নিন।

Everimaging HDR Darkroom 3 Pro

ফটোশপ প্লাগইন্স সংগ্রহকারিদের কাছে একটি আদর্শ প্লাগইন্স হতে পারে।বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।যারা আগ্রহী তারা নামিয়ে নিতে পারেন ৫২ মেগাবাইটের এই প্লাগইন্সটি নীচের ফটো লিঙ্ক থেকে।

ডাউনলোড
ডাউনলোড হয়ে থাকলে ইন্সটল করুন। fix লেখা ফোল্ডার থেকে আপনার বিট অনুযায়ী জিনিসটি নিয়ে / c drive/programs x86/hdr darkroom  ফোল্ডারে পেষ্ট করুন।কাজ শেষ।

PT Portrait 2.1.3 Standard Edition

মুখের দাগ দূর করার অসাধারন একটি প্লাগইন্স।বিস্তারীত তথ্য জানতে এখানে ক্লিক করুন।যারা আগ্রহী কিংবা দরকার মনে করেন তারা নামিয়ে নিতে পারেন নীচের ফটোলিঙ্ক থেকে মাত্র ৮ মেগাবাইটের এই প্লাগইন্সটি।আশা করছি সবারই ভালো লাগবে।

ডাউনলোড
ইন্সটল করুন এবং নোটপ্যাডে (সি)রিয়াল দেয়া আছে তা দিয়ে ফুল ভার্সন করুন।

AlphaPlugins Engraver III v1.0

ফটোশপ প্রেমীরা না নামিয়ে যাবেন কই।ওল্ড ফ্যাশন সাদাকালো ছবি তৈরীর এত সুন্দর একটি প্লাগইন্স না নিয়েই চলে যাবেন? তো নামাবেনই যখনএখানে ক্লিক করে বাকি ফিচারগুলো দেখে নিয়েই নামিয়ে ফেলুন তাতে বুঝতে সুবিধা হবে।মাত্র ১০ মেগাবাইটের এই প্লাগইন্সটি নামিয়ে নিতে ক্লিক করুন নীচের ফটো লিঙ্কে।

ডাউনলোড
ডাউনলোড শেষ হয়ে থাকলে ইন্সটল করুন।এবার চলে যান / c drive/programs/adobe/adobe photoshop/plug-ins/AlphaPlugins ফোল্ডারে (ক্র্যা)ক করুন যা সাথেই দেয়া আছে।এবার আপনার ফটোশপের ফিল্টার অপশনে গিয়ে প্লাগইন্সটি বুঝে নিন।ছবি দেখুন।
আশা করছি প্লাগইন্সটি সকলেরই ভালো লাগবে।

Redfield Plugins Bundle 2007-2014

একটু পুরানো এবং একটু নতুন সবকিছু মিলিয়েই এসব প্লাগইন্স বান্ডিল ।বিস্তারীত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।তবে সবগুলোর তথ্য এখানে পাবেন না কিছু কিছু পাবেন।ডাউনলোড সাইজ মাত্র ১৪ মেগাবাইট যা এক ক্লিকে নামিয়ে নিতে পারেন নীচের ফটো লিঙ্ক থেকে।

ডাউনলোড
ডাউনলোড শেষ হলে আপনার বিট অনুযায়ী ৩২ কিংবা ৬৪ বিটে ক্লিক করে ফোল্ডারটি খুলুন।ভিতরে যেসব প্লাগইন্স আছে তা কপি করে মাউস দিয়ে টেনে নিয়ে ছেড়ে দিন /c drive/programs/adobe/photoshop/plug-ins ফোল্ডারে।এবার ফটোশপ খুলে নিয়ে দেখে নিন আপনার প্লাগইন্সগুলো বুঝে পেলেন কিনা।
আশা করছি অনেক উপকারে আসবে আপনাদের।

Nik Software Complete Collection 1.2.8

এক ক্লিকে নামিয়ে নিন নিক প্লাগইন্স কমপ্লিট কালেকশন।আমি অধম বুঝতে পারছি না আসলেই সবগুলো আছে কি না!!!যাইহোক থাক বা না থাক তবে বেশ কয়েকটি তো অবশ্যই পাবেন।যারা এই প্লাগইন্স বান্ডিলটি নামাতে আগ্রহী তারা নামিয়ে নিতে পারেন ৪২৫ মেগাবাইটের এই কমপ্লিট কালেকশনটি নীচের ফটো লিঙ্ক থেকে।

ডাউনলোড
ডাউনলোড শেষ  হলে ইন্সটল করুন।(একক ইন্সটল)।এবার সাথে যে ফাইলটি দেয়া আছে সেটিও ইন্সটল করুন।এবার বুঝে নিন আপনার প্লাগইন্স বান্ডিল।
আশা করছি এসব প্লাগইন্স আপনার সংগ্রহকে আরো সমৃদ্ধ করবে।

Topaz Plug-ins Bundle

ফটোশপ ব্যবহার করেন কিন্তু টোপাজ এর বান্ডিল নিবেন না তাতো হয় না।আর আজকের টিউনকে পরিপূর্ণতা দিতে এটিকেও বাদ রাখলাম না।দেবো যখন উজাড় করেই দেবো।যারা এই বান্ডিলটি নামাতে ইচ্ছুক তারা নামিয়ে নিন ৮০৩ মেগাবাইটের :cry:  এই প্লাগইন্স বান্ডিলটি নীচের ফটো লিঙ্ক থেকে।

ডাউনলোড
ডাউনলোড শেষ হলে এককভাবে একসঙ্গে ইন্সটল করুন(আলাদা আলাদা ইন্সটল করতে হবে না)।এবার চলে যান ফটোশপে।একটা ছবি লোড করুন।খুলুন নীচের ছবির মত করে।
এবার প্রতিটি প্লাগইন্স এক এক করে ওপেন করুন।প্রতিটিতে যখন এক এক করে (সি)রিয়াল চাইবে তখন এক এক করে (সি)রিয়াল দিয়ে দিন যা নোটপ্যাডে নাম সহ দেয়া আছে।উপভোগ করুন টোপাজ এর অসাধারন সব প্লাগইন্স (সি)রিয়াল নাম্বার সহ।

Photodex Proshow Producer 6


ডাউনলোড
এতগুলো সুন্দর সুন্দর প্লাগইন্স দিয়ে সুন্দর সুন্দর সব ছবি তৈরী করবেন কিন্তু তা দিয়ে স্লাইড শো বানাবেন না তা কি হয়? আশা করছি সবার কাছেই কম বেশী পরিচিত স্লাইড শো নির্মানের ক্ষেত্রে একক ও অপ্রতিদ্বন্দি এই সফটওয়্যারটি।অতীতে আমি এর ৫ নং ভার্সন শেয়ার করেছিলাম।যারা এটি চেনেন তারা খুব ভালো করেই জানেন এটি ফুল ভার্সন করা অনেক কষ্টের একটি ব্যাপার।আসলে সহজে হতে চায় না।আমি অতীতে অনেক ভাবেই চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি।এবার আর বিফল হইনি তাই শেয়ার করতে ভুলিনি।নীচের ফটো লিঙ্ক থেকে নামিয়ে নিন ৬০ মেগাবাইটের এই দূর্লভ স্লাইড শো মেকার সফটওয়্যারটি।
ইন্সটল করুন।এবার (a)ctivator ফোল্ডার থেকে (a)ctivator (p)atch ফোল্ডারটি খুলে লাইন দুটি নিয়ে /c drive/programs x86/Photodex/ProShow Producer ফোল্ডারে পেষ্ট করুন।ছবি দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে।
এবার পেষ্ট করা ফাইল দু'টিকে ক্লিক করুন।বের হয়ে আসুন।(a)ctivator ফোল্ডার এ this tool for........ এবং use this for remove ...... ফোল্ডার দুটি ক্লিক করে রান করুন।মানে ইন্সটল করুন।কাজ শেষ।এবার সফটওয়্যারটির ফুল ভার্সন আপনার হাতে।দেখা হবে আগামী টিউনে।আমার কাছে এর ১৯ গিগাবাইট স্টাইল প্যাক আছে যা শেয়ার করা সম্ভব নয়।শেয়ার করতে পারলে অনেক ভালো লাগতো।ভালো থাকুন সবাই   ||| আল্লাহ হাফেজ |||

No comments :

Post a Comment