এ অবস্থায় ভুল করে কেটে যাওয়া ট্যাব কীভাবে ফেরত আনতে হয় সেটা না জানলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হতাশাও বেড়ে যাবে। ট্যাব কেটে যাওয়ার কারণে কোনও একটি গুরুত্বপূর্ণ কাজ হয়তো বন্ধ করে দিতে হতে পারে। তাই জেনে নিন ভুল করে কেটে দেওয়া ট্যাব কীভাবে ফেরত আনবেন-দুটি উপায়ে কেটে দেওয়া ট্যাব ফেরত আনা যায়। এর মধ্যে একটি হলো- আপনার দরকারি ট্যাব কেটে যাওয়ার পর খোলা থাকা অন্য যেকোনও ট্যাবে মাউসের কার্সর রাখুন। এখানে রাইট ক্লিক করলে বেশ কয়েকটি অপশন আসবে। সেখান থেকে ‘রি-ওপেন ক্লোজড ট্যাব’ অপশনে ক্লিক করলেই চলে আসবে কেটে যাওয়া ট্যাবটি। ভুলের কারণে কেটে যাওয়া ট্যাব আরও একভাবে ফেরত
আনা যায়।
![]() |
Ctrl+Shift+T) চাপুন |
এটা আগের পদ্ধতির চেয়েও সহজ। ট্যাব কেটে যাওয়ার সাথে সাথে (Ctrl+Shift+T) চাপুন।
চলে আসবে আপনার কাঙ্ক্ষিত ট্যাব.
No comments :
Post a Comment